প্রকাশিত: Fri, Feb 10, 2023 4:38 PM
আপডেট: Tue, Apr 29, 2025 5:19 AM

শক্তিশালী রংপুরকে বড় ব্যবধানে হারালো কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সাঈদুর রহমান: বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে রংপুরকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামীকাল রোবার ফাইনালে উঠতে মাশরাফির সিলেটের মুখমুখি হবে কুমিল্লা।

এদিন ম্যাচ শুরুর আগে ভাষা শহীদদের স্মরণে ক্রিকেটারসহ বিসিবি কর্মকর্তারা আর্মব্যান্ড পরেন।  প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রিজওয়ান-লিটন শুরুটা ভালো করলেও ২১ বলে ২৪ রান করে রিজওয়ান আউট হলে পাওয়া- প্লে তে ঝলক দেখাতে নারিনকে ব্যাটে পাঠায় কুমিল্লা। কিন্তু ৩ বলে ৮ রান করে ফেরেন নারিন। 

এরপর লিটন ও ইমরুল কায়েস ৬৩ বলে ৬৬ রানের জুটি শেষ হয়। জাকির হোসেন ২৩ বলে ৩৬ রান করে আউট হলে খুসদিল শাহর ২০ বলে ৪০ রানের মারকুটে ইনিংসে ১৭৭ রানের লড়াকু পুঁজি পায় কুমিল্লা।

রংপুরের পক্ষে আজমতুল্লাহ সর্বচ্চো ২ উইকেট শিকার করেন। রকিবুল ইসলাম, হাসান মাহামুদ ও রিপোন মন্ডল একটি করে উইকেট শিকার করেন। জবাবে ১৭৮ রানে লক্ষ্যে রংপুর মাঠে নেমে কুমিল্লার বোলি তোপে ১০ ওভার আগেই ৫ উইকেট হারায় রংপুর রাইডার্স। রহমাতুল্লাহ গুরবাজ সবোর্চ্চ ২২ বলে ২৯ রানে  করে আউট হলে ১০৭ রানে অলআউট হয় রংপুর। 

কুমিল্লা পক্ষে মুস্তাফিজুর রহমান সবোর্চ্চ ৩ উইকেট শিকার করেন। সুনীল নারিন ও তানভির ইসলাম দুটি করে উইকেট শিকার করেন। ম্যাচ শেষে ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে সিলেটে পর দ্বিতীয় স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ার্ন্স। সম্পাদনা: এল আর বাদল